।। দেবতার খোঁজ ।। | বাংলা সাহিত্য ।। দেবতার খোঁজ ।। – বাংলা সাহিত্য
।। দেবতার খোঁজ ।।

দেবতা কভুও ক্ষুধার অন্ন নিয়ে আসে না দ্বারে ,
মানুষের তৈরি নানাবিধ অন্ন দিতে হয় বরং তারে ।
মিথ্যে বলিনি ভাই ,
যা দেখা যায় তাই বলেছি নেইনি কল্পনার ঠাঁই ।
দেখেছি রাস্তার পাশে ,
বস্তি হতে একটা শিশু ফুল বেচতে আসে ।
একটা মানুষ শুধায় তারে এই –
ঘরে তোর মা বাবা , ভাইবোন কি কেউ নেই ?
মা আছে , কী যেন অসুখে শুধুই শুয়ে থাকে ,
বাবা নেই তাই ফুল বেচে খাওয়াই আমি তাকে ।
ফুল নিয়ে ঘুরতে ঘুরতে গায়ে পাই না বল ,
শুনে মানুষটা ঠেকাতে পারে না নিজ অশ্রজল ।
হাত ধরে টেনে নিয়ে যায় কাছাকাছি দোকানে ,
শুধুমাত্র পোলাও বিরিয়ানি বিক্রি হয় ওখানে ।
এক প্যাকেট বিরিয়ানি কিনে দিয়ে শিশুর হাতে ,
বলে – এখনি খেয়ে নে তুই , শক্তি পাবি তাতে ।
শিশুটি বলে – মাকে রেখে কেমনে একা খাই ?
জগতে আমার মা ছাড়া যে আপন কেউ নাই !
আরেক প্যাকেট বিরিয়ানি আর কিছু টাকা দিয়ে ,
বলে লোকটা – মায়ের জন্য এখনি যা নিয়ে ।
শিশু ভাবে ফুল বেচতে আসি যে রোজ রোজ ,
আজকে শুধু পেলাম এক মহান দেবতার খোঁজ ।
এমনি ভাবে আরো দেবতা যদি রোজ আসতো ,
অসহায় মা আর শিশুরা খুশির সাগরে ভাসতো ।

শফি আলম


kingshook