আজও হয়নি দেখা | বাংলা সাহিত্য আজও হয়নি দেখা – বাংলা সাহিত্য
আজও হয়নি দেখা

কবি এসএ খসরু ভাস্কর


বাড়ির অদূরে সবুজ মাঠের ধারে জামগাছে
পাখির কিচিরমিচির শোনার সুযোগ হয়নি আজও।
পাশের খালে ছুটে চলা জলের রূপটি দেখা হয়নি আজও।

পাহাড়ের গা ঘেঁষে হরিদ্রা ক্ষেতের পাশে
দুদণ্ড সময় কাটাইনি আজও।
দেখা হয়নি পথের ধারে ফুটে থাকা
নাম না জানা বনফুলের হাসি।

বনভূমির বৃক্ষের মর্মর ধ্বনি শুনিনি মনভরে
আজও বিশাল মাঠের পারে
হিজল গাছের ছায়ায় শোনা হয়নি
রাখিলিয়া বাঁশির সুর।
স্মৃতির দৃষ্টিতে দেখি তাই বহুদূর।
রাতজাগা হয়নি উঠোনে
বসেনি পিদিম জ্বালিয়ে পুথিপাঠের আসর।

দেখা হয়নি পাটক্ষেতের পাশে ছেলেদের তালের রসের উল্লাস !
যাওয়া হয়নি পাহাড়ের গা বেয়ে
ঝর্ণাধারার রূপটির সাথে মন মেশাতে, পুরাতে আশ।

দেখা হয়নি হাওর বাওরের পাশ গ্রামের বাউল গানের আসর।
কবিগান জারিসারির পাল্লায় রাতকাটানো রাঙাতে অন্তর।

প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হওয়ার সুযোগ হারানো
এই আমি ভিনদেশি !
শহুরে-জীবন পাঠের সুযোগ চাইনা আর।
হাঁপিয়ে ওঠা এ জীবন চায়না অন্যের রূপ দেখি আর একবার।


Gopal Biswas