এলেবেলে | বাংলা সাহিত্য এলেবেলে – বাংলা সাহিত্য
এলেবেলে

কবি শফি আলম 

রঙ্গ ভরা বঙ্গদেশের
আমজনতা কয় ,
এত গুড় কেমন করে
আধা সের হয় ?

সব সাপের মন্ত্র জানে
বীর বাঙ্গালি পুত,
যতই করো ঢুশঢাশ
মিলবে নাকো যুৎ।

ষোল কোটি মানুষের
কয়জনে বা জঙ্গী ?
দেখে শেখো মা বাবা
তাঁরা ও নয় সঙ্গী ।

পুরন চাল ভাতে বাড়ে
সকলেরই জানা ,
কায়দা পেলে শালা বলে
বেকায়দায় না না ।

বাগে পেলে দেয় ঢেলে
মনের যত বিষ ,
বুড়ি তখন মওকা পায়
জোরে বাজায় শিস ।

তারিখ – ০৭/০৮/২০২২
ঢাকা – বাংলাদেশ


Gopal Biswas