কবি চন্দন তুষার তপন
ওগো সাগর তোমার বক্ষমাঝে
উঠছে কত’ক ঢেউ
শুধু তুমি’ই জানো প্রবাহ তার
আর জানে না যে কেউ
উতাল হাওয়া বুক খুলে দেয়
লহরী লহরে সাজে
শব্দরূপের কান্নাও বুঝি – তাই
নিত্য হেথায় বাজে
ফোটে না পদ্ম, ফোটে নাই শালুক
সৌন্দর্যও গন্ধহীনা
কখনো দমিত কখনো’বা স্ফিত
লবণের সাদা ফেনা
প্রতীতি তোমার বোঝে না যে কেউ
রতন লুকিয়ে রাখো
গভীর তুমি গম্ভীর তুমি; মাতা
প্রশান্তেও একা থাকো
আছড়ে কূলে দুলে দুলে; তবুও
প্রাচীনা এক সীমানা
তীরে তীরে গড়া ভূমির ভূষণ
তুমি; নবীন প্রবীণা
সূর্য চাঁদে ঢেউ তুলে দেয় যদি
প্রতিদিন বার বার
ভাঙোনা’তো কূল নদীর মতন
‘তৃষ্ণা’ নদী মোহনার ।।
Gopal Biswas