শফি আলম
সত্যি তো সেটাই হয় দু’চোখ যেটা দেখে ,
আরো সত্যি ওটাও হয় , ঠেকে যাহা শেখে ।
ভাসা ভাসা ভাব-কথা
যতই চলুক যথা-তথা
যাচাই ক’রে দেখো আগে তারপরে মানো ,
তুমি যদি সত্য হও , তুমিই সত্য জানো ।
জীবন যায় ভেবে ভেবে ,
ভাবের জবাব কে দেবে ?
নিজের জবাব নিজে খোঁজো , খুঁজে পাবে সব
অন্যে খোঁজে তার স্বার্থে , বাড়ায় কলরব ।
বোধের বাইরে কী আছে ,
পষ্ট নয় তা ভাবের কাছে ,
আড়ষ্টতা জড়িয়ে ধরে বোধ পায় না কুল ,
ঝরার পরে কী ফল হবে জানে কি তা ফুল ?
যতই থাক বড় আয়না ,
বন্ধ চোখে দেখা যায় না ,
চোখ খুলে তাই দেখে নাও পারো যতো দিক ,
বোধের পাল্লায় ওজন করো সত্য , শুদ্ধ, , ঠিক ।
তোমাকেই বুঝতে হবে তোমার ভালো মন্দ ,
ধ্যানে জ্ঞানে দুর ক’রে দাও , আঁধার ধূসর দ্বন্দ্ব ।
নিজের বুঝ নিজে বোঝো ,
যুক্তি দিয়ে মুক্তি খোঁজো ,
আঁধার ঘরে রোদন করে মিলবে নাকো আলো,
আলোর জন্যে নিজ ঘরে নিজে প্রদীপ জ্বালো।
তারিখ – ১৭-০৮-২০২২ ,
ঢাকা-বাংলাদেশ।
Gopal Biswas