পৃথিবীর চাওয়া | বাংলা সাহিত্য পৃথিবীর চাওয়া – বাংলা সাহিত্য
পৃথিবীর চাওয়া

পৃথিবী তারেই চায় যে কিছু দিতে পারে তাকে ,আকাশও তারেই ডাকে যে চেনে আকাশটাকে।আকাশ -মাটি করতে হলে জয়জানতে হবে দুই – এর পরিচয় ।আকাশ হলো অসীম শূণ্য , শূণ্যতা ই শক্তি ,মাটি হলো সর্বংসহা , ভালবাসা আর ভক্তি ।পাখাওয়ালা ক্ষুদ্র প্রাণী শূন্যে উড়তে পারে ,মানুষ কিন্তু উড়তে অক্ষম , মন ওড়ায় তারে ।মানুষের তৈরি আকাশ-যানে ,মানুষ ছোটে আকাশের পানে ।মাটির বুকে জন্ম মানুষের , মাটির পরে ঘর ,সকল জীবের জীবন মরণ এই মাটির পর ।মানুষ নিজে রসদ যোগায় মাটির বক্ষ চষে ,সযতনে জীবন সাজায় অনেক মেজে ঘষে ।জীবন মাটি , মাটিই জীবন ,মাটি সাহারা মাটি দেয় বন ।প্রাণবায়ু মিলিয়ে গেলে ওই অসীম শূন্যতায় ,নশ্বর দেহের সবকিছু এই মাটিতে মিশে যায় ।এই পৃথিবী তারেই চায় , যে করে তার সেবা ,সেবা বিহনে কার কথাটি স্মরণ করে কেবা ?একদিন তোমার হবে মরণ ,মানব সেবায় মিলবে স্মরণ ।অন্যথায় হারিয়ে যাবে অহংকার , নাম , ধাম ,কোনো ফল দেবে নাকো অসৎ , অন্যায় কাম ।—————————————————————–তারিখ – ১১-০৪-২০২২ ,গোপালগঞ্জ , বাংলাদেশ ।


kingshook