প্রতিবন্ধীর ভাষ্য | বাংলা সাহিত্য প্রতিবন্ধীর ভাষ্য – বাংলা সাহিত্য
প্রতিবন্ধীর ভাষ্য

— শফি আলম তোমাদের সমাজে আমি এক নগণ্য প্রতিবন্ধী ,বুঝি না কোনো কুটকৌশল কিম্বা আপস সন্ধি ।তোমাদের কর্মকাণ্ড দেখে প্রতিনিয়থ কষ্ট পাই ,যদিও আমার কষ্টের দাম তোমাদের কাছে নাই ।তোমাদের কাছে প্রেমের চেয়ে নিষ্ঠুরতা পাই বেশি ,কারণ আমি যে অক্ষম সৃষ্টি ভারসাম্যহীন পেশি ।তোমরা বাঁচো হাসি আনন্দে ,, আমি চেয়ে দেখি ,শক্তি নেই কালের খাতায় আমার কাহিনি লেখি ।যেহেতু আমায় ধমকাতে থাকো অবিরাম অবিরত ,সেহেতু আমি চলতে পারি না আমার ইচ্ছামতো ।তোমরা আমায় মিলতে দাও না সব মানুষের সনে ,কেন এতো দ্বিধা দ্বন্দ্ব ভয় জাগে তোমাদের মনে ?তোমাদের কারণে প্রতিবন্ধীরা বাড়ছে দিন দিন ,তোমারাই হবে সংখ্যালঘু শুধতে আমাদের ঋণ ।——————————————————————-তারিখ – ১৫-০৪-২০২২গোপালগঞ্জ , বাংলাদেশ ।


kingshook