
কখনো যদি মনে হয় চলে যাবে, বলে দিও
আমি তারার ঝাড়বাতি জ্বেলে দেবো অন্ধকার
রাত্রির গায়, ডেকে দেবো সুশীতল বাতাস
বনরাজির এলোমেলো শাখা প্রশাখায়,
নদীর স্রোতের ধারা আটকে দিয়ে বলবো
উজানে যাও, আজ আর ভাঁটায় হবে না দেখা
সাগরকে জানিয়ে দিও আমার আদেশ।
সুর্য্যকে রুখে দেবো আকাশে আঁচল পেতে
মেঘের আড়ালে, চৈত্রের তপ্ত দুপুরে বৃষ্টি নামিয়ে দেবো
তমালের বনে, আনন্দে ডেকে যাবে কেকা
বৈশ্বিক উষ্ণতা ছিঁড়ে গাঢ় সবুজের মায়া আবার
ফিরিয়ে নেবো বনান্ত ঘিরে সেই, মুক্ত হাওয়ায় মেতে
ঘোর বরষায় ফাল্গুন ডেকে নেবো কৃষ্ণ চূড়ায় লাল
দখিনার দোলে হবে প্রকৃতি মাতাল।
প্রতি রাতে পূর্নিমা তিথি কিনে সাজাবো প্রহর তার
চন্দন মেখে দেবো ফুলের সুবাসে
পাখীদের কুজন গুঞ্জনে প্রেমের বর্ণমালা লিখে সযতনে
ব’লে দেবো গেয়ে যাও অবিরাম প্রেমের প্রাচীন গাঁথা
ছন্দ পতন যেন হয় না কখনো
বজ্র মুঠোয় ধ’রে ফেরত পাঠিয়ে দেবো কুন্ডলী মেঘে
বোশেখের কুটিল ভ্রুকুটি আমার চোখের বাণে
হবে অবনত, সমুদ্র সংকেতে
বেহুলার ভেলা হয়ে ভেসে যাবো রূপসার স্রোতে
সময়কে দিয়ে দেবো ছুটি, গোছানো অষ্টপ্রহর যাবে
রাগে অনুরাগে, বিনিদ্র জেগে এই আকুল আঁখিতে
খোঁপার মল্লিকা খুলে দিয়ে দেবো প্রিয়
কখনো যদি মনে হয় চলে যাবে, শুধু বলে দিও।
লেখক: সাহানা মওলা
kingshook