সাহানা মওলা
কিশোরের হাতে বৈঠার সুখ ডিঙি নৌকায়
ভরা বরষায়, মল্লার রাগে ছন্দ মাতাল
হাল ধরে মাঝি গয়নার নায়,
সামাল সামাল!
পদ্মার জলে খলবল ছল বৈশাখ নাচে
ঘন কালো মেঘে উথাল পাথাল।
শীতল অতলে ইলিশের ঝাঁক
সুর্য্যের সোনা রং মাখা ঢেউ ঝলকে তুমুল
যান্ত্রিক যান স্রোত কেটে চলে অষ্টপ্রহর
অথৈ পানির শরীরের বাঁক
চাঁদের তিথিরা ভালবেসে হাসে হারায় দুকুল।
মেঘদূত আনে কেয়া পাতে লিখে বিরহের শ্লোক
বিরহিনী মেয়ে বিদ্রোহে ভাঙ্গে সন্ত্রাসে ত্রাসে
ক্ষুব্ধ ব্যাকুল, কুল উপকুল,
কত শত যুগ কেটে যায় ছিঁড়ে হারাবার শোক।
পদ্মার নেই পদ্ম ঢেউয়ের খোঁপায় জড়ানো
গাজরা গোলাপ,
ভাঙ্গনের দিনে বাজে না কাঁকন কিঙ্কিণী
তার চির যৌবনা তীব্র রোষের
প্রনয় প্রলাপ।
দুর্দিন ভাঙ্গা শতকোটি ঢেউয়ে জয় জয়ীতা
উচ্ছল হাসে, সুনীল সাগরে দিগন্ত হারা
হারানো আকাশে
বিস্মিত সুখে গর্জনে ডাকে হারাবার কেউ
বাংলার সাজে সেতুহারে দোলে পদ্মার ঢেউ!!
kingshook