সত্য সুন্দরের অবগাহন ধন্য বাংলার ধনী কাব্য সাহিত্যের গভীর সাগরতীরে আমরা এলাম জলহংসী হয়ে।
কখনো নুড়ি কুড়োবো, কখনো ডুবে যেতে যেতে ভেসে উঠবো ।
বারবার আঁকড়ে ধরে খেলে বেড়াবো কথা-ছন্দের ঢেউয়ের ফেনায়।
গভীর অতলে ডুবে ঝিনুক কুড়িয়ে নেবো, মুক্তোর অঞ্জলি দেবো বিদগ্ধ গুণীজনদের চরণে।
যাঁদের দেখানো পথে বাংলা বিশ্বজয়ী।
শিল্প সাহিত্য সংস্কৃতির সেই স্রোতে আমরা সাঁতার কাটবো কালের সীমানা ছাড়িয়ে। সাথী হোক সকল বাঙালি।
স্বাগত, সৃজন মুখর হোক কলম আর কালি।